Ads Area

বিশ্বজিৎ রায় চৌধুরী’র গুচ্ছ কবিতা



ভান

দু'হাতে নমষ্কার করো
সৌজন্য এভাবেই সারো ।
দেখা হলে এড়িয়ে যাবার ভান
চেপে যাও লুকোনো অভিমান । 
আর থাকে পুঞ্জিভূত ক্ষোভ ,
না পেয়ে বাড়িয়ে যাও লোভ ।
একটু হাসি বড়ই কষ্টে আসে
দুঃখ আর হতাশ করতে ভালবাসে ।


অভিনয়
কি আছে আর কি নেই 
চেপে যাও , বলতে নেই ।
ঠিকঠাক করে নাও আগে
কোথায় কি বলতে যে লাগে ।
ঠোঁটের কোনায় মেলে ধরো হাসি
ফেলে দাও ঝরা পাপ , গতকালের বাসি ।
সবসময় নতুন তুমি , এক্কেবারে ফ্রেশ
রেখো না মনের গ্লানির ছিটেফোঁটা রেশ ।


আগে বাড়ো

এগিয়ে যাও , ও যাবার আগে ,
যেন ও পিছে পড়ে ভাগে ।
কিছুনা একটু কসরত লাগে ,
মনে বেশ পুলক আমোদ জাগে ।
তুমি নয় , ওই সবার সেরা 
তবু জানবে নয় মোটে শধু হাতে ফেরা ।
আগে বাড়ো নিশান উড়বে হাতে
যে হাত ছিল রক্ত মাখা , কি আসে যায় তাতে ।


যুগ চেতনা
 আরে ভাই যুগ বদলে যাচ্ছে
যুগের হাওয়া টের পাচ্ছ না যে ।
এই হলো তোমার বদ নসিব
লাগে সাল অল্প সাল করিব ।
পা ফেলো তাল মিলিয়ে যুগে
পিছড়ে বর্গ যেন পিছড়ে ভাগে ।
নইলে ভায়া তুমি হবে ছায়া
কায়াহীন বিমূর্ত এক কায়া ।


শেষ

কথায় কথায় মারছে যেন ঠেস
ভাবছে ওকে দিচ্ছি কষে বেশ ।
ওই আগে মরে যদি মরুক 
পারে যদি পূণর্জন্মে ফিরুক ।
ওকে মারব শুধু কথায় চিঁড়ে
ভিজে যেন মরছে না নড়ে ।
ও বোকা , দেব না ওকে ধোঁকা ,
ওর কথায় মুখে পরুক পোকা ।


রাখে যে জন

রাখে যারা তারাই শুধু রাখে ,
গর্হিত কাজে তাদের বিবেকে বাধে ।
তারা হচ্ছে গুচ্ছের ক'জন মহান
যুগে যূগে করেই যায় আহ্বান ।
কিন্তু তাদের কথা শোনে কে ? 
শুনলে কথা বাধে যে বিবেকে ।
কি হবে ডাল ভাতের সংসারে
অভাব যাবে না , দারিদ্রে যাবে ভরে ।



গ্রাম - বিশ্বনাথপুর
পোস্ট  - রামনাথপুর
জেলা -  উত্তর ২৪ পরগনা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area