Ads Area

বন্ধু - হারান চন্দ্র মিস্ত্রী

 বন্ধু

হারান চন্দ্র মিস্ত্রী 
হারান চন্দ্র মিস্ত্রী 


বন্ধু বিনে কে আছে আর আমার কথা বোঝে?
কোথাও গেলে বন্ধু শুধু আমার হদিশ খোঁজে।
বন্ধু তুমি থাকলে সাথে আমার সাহস বাড়ে,
তোমার পোশাক পরিচ্ছদই আমার নজর কাড়ে।

এ তো শুধু ভালোলাগার ক্ষুদ্র জানা শোনা,
টুকরো ভালোবাসার স্মৃতি যায় না রেখে গোনা।
বন্ধু অনেক সহ্য করে শাসন করে ভারি,
ভালোবেসে করতে থাকে কঠিন আইন জারি।

আমি যখন খাই না বসে গভীর অভিমানে 
বন্ধু আমায় টানতে কাছে সোহাগ করা জানে।
আমার খাওয়া না হলে শেষ খায়না বসে কিছু,
যেথায় থাকি সঙ্গে থাকে আমার পিছু পিছু।

মনের কথা বলার মতো জায়গা তুমি প্রিয়া,
তুমি দূরে থাকলে তখন কাঁদে আমার হিয়া।
স্বপ্নসাথী কাঁদাও কেন অকারণে এসে,
তুমি কি গো ভুল করেছ আমায় ভালোবেসে?

বন্ধু সুজন এবার দুজন থাকব না আর দূরে,
চলো হাওয়া বদলে আসি মুক্ত পাহাড় ঘুরে।
লুকাও যদি কোথাও তুমি আমি খুঁজে মরি,
হারিয়ে ফেলি পাছে তোমায় সে কারনে ডরি।

_________


জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area