রক্তাক্ত শ্বেত পতাকা
সততাকে পাথেয় করে কত দুর্গম পথ অতিক্রম করেছে ওরা।
প্রতিকূলতাকে পদপিষ্ট করতে গিয়ে স্বপ্নের সোপানে ফেলেছে রক্তের ছাপ।
তারপর জুটেছে বহুপ্রতীক্ষিত শান্তির নীড়।
কিন্তু সে নীড়ের অস্থায়ী সুখ মুখথুবড়ে পড়েছে অচিরেই।
অশান্তির তুফানে তছনছ করে দিয়ে গেছে সব।
তবুও ওরা অধৈর্য্য হয়ে রক্তাক্ত যুদ্ধের ডঙ্কাধ্বনি দেয়নি।
স্বজনহারা হয়ে বিষাদগর্ভ বুকে ,শান্তির জয়গান মুখে পথে নেমেছে ওরা।
ওদের কম্পমান হাতে শ্বেত পতাকারা শান্তির আশায় ঝলমল করছিল।
সেই শান্তির বার্তাও নিশ্চুপ হয়ে গেল স্বর্থান্বেষীর বন্দুকের গুলিতে।
নিষ্পাপ শ্বেত পতাকারা রক্তরঞ্জিত হয়ে ভূপতিত হলো আবারো।
আজও নির্মম হত্যালীলার আর্তনাদে কবিতার শব্দরা কম্পিত হয়।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবিতাপাড়াকে।
উত্তরমুছুন