Ads Area

কফিনগাছ ও মিউজিকরুম - শুভদীপ দত্ত প্রামানিক

কফিনগাছ ও মিউজিকরুম


 শুভদীপ দত্ত প্রামানিক 

 শুভদীপ দত্ত প্রামানিক 

আর.ডি.বর্মন থেকে ছিটকে সুমনের গিটার , 
উজাড় করে তুলে নি বধির বাউলের রাহুকাল ! 

কে আপনি , চাকু হাতে সৃষ্টিকে কুৎসিত বলেন ? 
ফিরে যান বুঁদ কবরে , 
আপনি থাকলে আরও রক্ত আরও কালো হবে কাকের ডানা ! 

বাড়ি না থাকলে অবশেষ দাহ্য হয়ে পুড়ে যান । 
আমিও পুড়বো । আমার মোম চায় মোম , পদবীতে লিখব ফিনিক্স , লেখার কলম নেই ! রক্ত....চুমু নেই । 
ডালের বাটিতে কাটারি । 

দাঁড়িয়ে আছি গুলির শব্দ
বসে মহাজগৎ দেখছি বোমের শব্দ
এত মারপিট কেন ? নিঃস্ব বোঁটা ! 

সন্ধ্যার আকাশে দেখতে পাই না ব্রজনারীদের ভ্রু , কোমরের তরবারি , রাজহাঁসের অনাথ ডানা । 

প্রতিদিন ভীষণ হয়ে যাচ্ছি , অন্যদিকে যৌন দুর্বলতা ! 
চোখের নীচে মাঝির পঞ্জিকা 
আমি পুনঃ পুনঃ রাজাদের পাদুকা স্পর্শ করতে যাই । 
অসম্ভব মাটি থেকে উঠে আসে রুপসী মৃত্যুসংবাদ
                                           কফিনগাছ....কফিনগাছ ! 

বধির বাউল সামান্য মর্যাদা না পেয়ে চলে গেল বিলুপ্ত  ডাইনোসরযুগে । 
বর্মন থেকে গিটার --- দেখিনি গলা টেপা অঘোর স্তনবন , 
চোখ থেকে চোখ তুলে নিয়ে বিক্রি করে দি । 
আমাদের বর্মন আমাদের গিটার -- আমি মিথ্যুক । 

ভাঁড়ে চা খেতে খেতে দেখি ঠিকানা বদল করছে আমাদের যুক্তি আমাদের ডিম্বাণু । 
আমি অপেক্ষা করছি শেষ বিকালের ;
ডানা মেলে উড়ে যাব স্বর্গ মাছেদের মিউজিকরুমে । 






জেলা : বীরভূম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area