Ads Area

অঞ্জলি দেনন্দী মম’র দুইটি কবিতা

 ১.

গুণী-খাম-খেয়ালী

©মম
টাক মাথায় হেয়ার ক্রিম,
লাগিয়ে ঘোরে চড়া রোদে।
চোষে মুখে আইস ক্রিম।

সূর্য কটমটিয়ে তাকায় ক্রোধে।
খাম খেয়ালী।
কথায়, কাজে আজেবাজে হেঁয়ালি।
তবে গায় ভালো শুধু খেয়াল-ই।
অন্য গানকে গায়-ই না।
মেয়েদের দিকে চায়-ই না।
পূর্ণ ব্রম্ভচর্য পালে।
শ্বেত চন্দনের তিলক আঁকা ভালে।
বেঁটে, মোটা, ফর্সা, গোঁফ, দাড়ি কামানো।
ওকে যায় না থামানো,
যখন ও শুরু করে গাওয়া।
শিকেয় ওঠে তখন ওর নাওয়া, খাওয়া।
বাইরে যাওয়া।
ঊষায় মাঠে গিয়ে হাওয়া খাওয়া।
কন্ঠটা মা শ্রী সরস্বতীর দেবীর বরে পাওয়া।
হঠাৎ একদিন শখ হল তার বিয়ে করার।
বিয়ে করে বর হল ও ধরার।
বউ ধরার নামে বাঁধলো ও গান।
ওগো ধরা! তুমি মোর যান!
আ আ আ..........
সা রে গা মা পা ধা নি সা .......
নাম তার আহ্বান।
অতি গুণী, বড় মহান।


২.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area