![]() |
বদরুদ্দোজা শেখু |
এখন যদি // বদরুদ্দোজা শেখু
-------‐---------------------- -----------
এখন যদি বৃষ্টি হতো বাদল দিনের মতো
ফুরফুরে ও স্নিগ্ধ বাতাস বইতো অবিরত
জানলা খুলে শুয়ে শুয়ে আকাশ পানে চেয়ে
আকাশকুসুম কল্পনাজাল মনকে যেতো ছেয়ে ,
ঘুমিয়ে যেতাম স্বপ্নে স্বপ্নে উদাস অলসতায়
সারি সারি ঝাউগাছ আর যাদুপরীর ছোঁয়ায়,
হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথাও ঘাস-গালিচার লনে
ঝিরঝিরঝির বৃষ্টি এবং আনন্দের সনে,
ভিজে ভিজে চুলগুলো তার দিচ্ছে গায়ে ছোঁওয়া
মধুর অনুভূতির দোলায় দৃষ্টি ধোঁওয়া ধোঁওয়া,
এমন সময় হাত ধরলো ফুলের মতো হাত---
যাদুপরীর চোখের তারায় রামধনুর সাত
রঙ-বেরঙের মোহন মায়া হারিয়ে যাওয়ার ডাক ,
তার সঙ্গেই চললাম আমি, এ ঘরদুয়ার থাক ।
এখন যদি এমন হতো ,কতো ভালোই হতো
হারিয়ে যেতাম অচিনপুরে অচিন পাখির মতো।।
----------------------
কবি-পরিচিতি
-------------------
বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি।
এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান ,একুশে বর্ণমালা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত । বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।- - - এছাড়া কবি তাঁর "আরো থোড়া দূর" কাব্যগ্রন্থের জন্য "পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০" - অন্যতম বিশেষ সেরা সম্মাননা পেয়েছেন