Ads Area

চাঁদের গন্ধ - সুপ্রভাত মেট্যা

 চাঁদের গন্ধ

সুপ্রভাত মেট্যা

তোমার রূপ নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই।
দেখারও শেষ নেই আলো ।
বাতাবিলেবুর কথা উঠে আসে ।
ছিপছিপে নৌকা নিটোল,
রং পলাশের ঠোঁট ,আর ,গভীর জঙ্গল রহস্যের নদী ....

তোমার পুতুল নিয়ে কোনও কথাই আর আসে না ।

শুধু মাঝেমাঝে
অন্ধকার তোমার হাসির ভিতরে
জ্যোৎস্না আমাকে আলো দিয়ে গেলে
রজনীশুভ্র ফুলের বাগানে
চাঁদের গন্ধ আমাকে কলঙ্কিত করে তোলে ।




সুপ্রভাত মেট্যা


থানা:-তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area