Ads Area

মানি প্ল্যান্ট - অঞ্জলি দেনন্দী মম

 মানি প্ল্যান্ট


©অঞ্জলি দেনন্দী, মম

আর কর বাড়াবো, মানি প্ল্যান্ট?
স্টাইলের নামে পরি ছেঁড়া প্যান্ট।
পকেটে তার নাই মানি।
মিছে আশায় মানি প্ল্যানটের তুকটা মানি।
টবে বাড়ালে নাকি মানি বাড়ে।
আরে আরে আরে
আমার মানি প্ল্যান্ট তো ইয়া বড় রে।
এবার তবে আমার পকেট, তুই ভর রে!
মানি ছাড়া মানী মানুষ হই কি করে?
প্ল্যান্টের পাতার মত পকেটে নোট রাখব ভরে।
এটাই তো ছিল স্বপনটা।
সেটাই তাই ছিল কারণটা, 
হয়েছিল তাই প্ল্যান্টের চারা রোপনটা।
ও রে ও মানি প্ল্যান্ট!
রিয়েলি ইউ ক্যান্ট!
রূপীয়া তো এবার দে দে দে ইয়ার!
বহুৎ জরুরত যে রূপীয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area