মূলোৎপাটন ( শহীদ মেজর সিনহা স্মরণে)
ওসি প্রদিপ কেমন আছে
পাচ্ছিনা তার খোঁজ,
কথায় কথায় মারতো মানুষ
একটি দু'টি রোজ।
মানুষ মারা ইহার কাছে
সকাল বেলার নাস্তা,
রক্ত রঙে লাল হয়েছে
টেকনাফ'রই রাস্তা।
কতো মায়ের বুক ভেঙেছে
কতো নারীর মন,
এসব কথা জানতো ঠিকই
পুলিশ উর্ধ্বতন।
এস.পি মামার সখ্য ছিলো
প্রদিপ ভায়ার সাথে,
মদ-ইয়াবার চড়ুইভাতি
বসতো গভীর রাতে।
লক্ষ-কোটি মিলিয়নের
হিসাব ছিল তার,
কার মদদে করতো এসব
প্রদিপ কুলাঙ্গার?
প্রদিপ ওসির ভক্ত,
ইহার শিরা-উপশিরায়
বইছে পশুর রক্ত।
কাছে পেলে বলবো ডেকে
"কি হে প্রদিপ দাদা!
মুখটা তোমার চামার-কসাই
আস্ত হারামজাদা।"
রায়'র বিচার কার্যকরী
হবে, তবে কবে?
না-কি এসব লোক দেখানো
সত্য গোপন রবে!
সিনহা তোমায় স্যালুট জানাই
রাতে এবং দিনে,
প্রদিপ গং নিপাত যাবে
তোমার রক্ত ঋণে।