মনে রেখো
আবদুস সাত্তার বিশ্বাস
স্রষ্টার হুকুম পালন করে যদি তুমি মারা যাও
তুমি ভাগ্যবান!
তুমি যা পাওনি এখানে
সব পাবে।
তোমার ভারাক্রান্ত হৃদয়ে ফুটবে টাটকা গোলাপ ফুল
তার গন্ধে মাতোয়ারা হয়ে
তোমার কাছে ছুটে আসবে কয়েকশো নারী
প্রত্যেকের হৃদয় সাফাই...
তুমি কোনদিন ক্লান্ত হবেনা...
তুমি কোনদিন বৃদ্ধ হবেনা...
আঠারো বছরের তরতাজা যুবকের চির যৌবন পাবে
কোন রোগ, ব্যাধি থাকবে না
শরীরের চামড়া জড়ো হবেনা, থাকবে সবসময় টানটান
তোমার চোখে পড়বে না কোনদিন পিঁচুটি...
অনন্তকাল তুমি সুখ ভোগ করবে---
অন্যথায় তোমার জন্য অপেক্ষা করছে আগুন
দাউ দাউ জ্বলন্ত আগুন,
তুমি সেখানে গেলেই তোমাকে...
আর তোমাকে যেতেও হবে সেখানে
এ পৃথিবী তোমাকে চিরকাল বইবে না পিঠে করে, মনে রেখো!
----------------------------
থানা-ডোমকল, জেলা-মুর্শিদাবাদ। পশ্চিম বঙ্গ, ভারত।
![]() |
আবদুস সাত্তার বিশ্বাস |