কাঁঠাল গাছ
©মম
উঠোনের কাঁঠাল গাছে
পাকা ফল ভরে আছে।
একদল হনুমান লাফিয়ে এলো।
ভাঙল কাঁঠাল, গপাগপ খেলো।
নন্দী খুড়ো জানলা দিয়ে দেখতে পেলো।
লাঠি উঁচিয়ে দৌড়ে তেড়ে এলো।
ভাগ, ভাগ, ভাগ! পোড়ার মুখোর দল!
ফলগুলো সব গ্যালো রসাতল।
ছিঁড়ে, ভেঙে গিললো সকল।
জানোয়ারের দল গাছটাকে করল দখল।
একটা ফলও বাকি রাখলো না।
নিজের খাবার কিছুই থাকলো না।
বুড়ো গজগজিয়ে মরে।
তার ধুতির কোঁচা খুলে পড়ে।
লাঠি ঠোকে গাছে, বেদম চেঁচিয়ে।
তা দেখে, শুনে হনুর দল দাঁত খেঁচিয়ে
মুখে বিকট শব্দ করে।
নন্দী বুড়ি, খুড়ি শুয়েছিল ঘরে।
আঁচলটা টেনে মাথার পরে
বুড়ো, খুড়োর পাশে আসে, দাঁড়ায় কাছে।
দুজনেই করুন দৃষ্টিতে তাকিয়ে থাকে গাছে।
তাদের দেখে হনুর দল ডালে ডালে ডালে নাচে।