Ads Area

তৈমুর খান এর গুচ্ছ কবিতা

 

তৈমুর খান এর গুচ্ছ কবিতা


১ 

সাক্ষাৎকার 

----------------------------------


আমার অসহ্য রাতে কারা দুয়ার খুলে ঢোকে? 

ঘুম নেই, অনন্ত বিস্ময় চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে 

নিভৃত বেঁচেথাকাগুলি 


যদিও কাল্পনিক মরু ভেসে গেছে জলোচ্ছ্বাসে 

যদিও তেজী ঘোড়ার পিঠে ছুটেছে কুমারী স্বপ্নগুলি 

যদিও বিশ্বাস এসে আমার কপাল ছুঁয়ে গেছে 


খোলা দরজায় তবুও বিচ্ছিন্ন আর্তনাদ 

সব বিবরণ দিয়ে গেছে 

যদিও বাতাস উড়িয়েছে মৃত ফুলের পরাগ 

প্রজাপতির স্মৃতির ভ্রমে কেঁদেছে নিশিরাত 


করুণার জল দাও তবে 

আজ সব সাক্ষাৎকার হোক নীরবে নীরবে 


কাল্পনিক 

------------------------------


রোজ আমি বাঘ হয়ে দেখি :

 আস্ত অথর্ব এক বাঘ। 

রোজ আমি ময়ূর হ‌য়ে দেখি :

নাচ আসে না আমার। 


অস্ত যাবার আগে সোনালি মুহূর্ত জাল বোনে 

জালে আটকে থাকি কল্পনার দুরন্ত এক মাছি। 



শিকারি 

----------------------


আবার অস্ফুট ধ্বনি জেগে উঠুক বাক্য ও ক্রিয়ায় 

আমি শিখে গেছি শব্দের টংকার 

আমার হাতেই উজ্জ্বল হোক ধনুঃশর 


জাগরণ থেকে আরও গূঢ় জাগরণে 

মিশে যাক আমাদের অনন্ত প্রহর 



ব্যাকরণ 

----------------------------


মিথ্যা নয় এখনও সে-কথা 

তা-ও বলতে পারি 

শব্দ-বাক্যে সামর্থ্যবাচক ক্রিয়াপদে 

এখনও দৃঢ়তা নেমে আসে 

এখনও হত্যা করি সমূহ ভীরুতা

দাঁড়াই এসে তোমার সম্মুখে


কাজল পরাও চোখে 

আয়নায় নিজেকে দেখি 

নিজের ভেতর থেকে নিজে বেরিয়ে এসে 

আরও একবার বলি : ভালবাসি! 


উত্তম অথবা মধ্যম পুরুষে 

আমাদের ব্যাকরণ যতই রচিত হোক ভিন্ন সর্বনামে 



পরকীয়া 

---------------------------


ঠিকানা হারানো মেঘ আমার আকাশে 

আজ আনাগোনা করে 

কখন যে ভিজতে চেয়েছি মনে মনে 

নিঃস্ব অভিমানে শুধু চেঁচামেচি 


দীর্ঘ শুষ্ক ক্ষেতে শস্য নেই 

ফাটলে ফাটলে দীর্ঘশ্বাস 

সারা মাঠ জুড়ে স্বপ্নের লাশ 


আজ মেঘ ফিরে যাও 

পৃথিবীতে কলঙ্কিত সব পরকীয়া



দেশজ

-----------------------


আমারও কি দেশ নেই দেশে? 

হৃদয়ে একটি মানুষ বাস করে 

তার তবে কী পরিচয়? 


বোঝাতে পারি না রাষ্ট্রকে 

তৈমুর খান 

রাষ্ট্র কেন শুধু ধর্ম ব্যাপারী? 


আমরা তো সবাই আলো জ্বালাতে পারি 

আমরা তো হাতে হাত রেখে যুদ্ধে যাই 

উন্নত শির শত্রুর সামনে দাঁড়াই 

মৃত্যুকে বার বার পদানত করি 


হে রাষ্ট্র, হে বিষাদ, দ্যাখো দ্যাখো 

কী চমৎকার ফুটে উঠছে আমার হৃদয়! 













তৈমুর খান, নব্বই দশকের কবি গদ্যকার ।কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, নির্বাচিত কবিতা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি, নির্ঘুমের হ্রস্ব ধ্বনি, কাহার অদৃশ্য হাতে, ইচ্ছারা সব সহমরণে যায়, আকাঙ্ক্ষার ঘরের জানালা ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান এবং নতুন গতি সাহিত্য পুরস্কার ইত্যাদি ।

ঠিকানা : রামরামপুর (শান্তিপাড়া), ডাকঘর :রামপুরহাট, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area