একেই কি ধর্ম কয়
কমল ঘোষ
ধর্ম সে তো উচ্চ অনেক, কাকের ময়ূরপুচ্ছ নয়,
অনেকেই তবু তাকেই ধরে, বলে মোক্ষ লাভের এটাই পথ,
টিকি-দাঁড়ি আর পোশাক দেখে বোঝা যায় কি, কে যে সৎ?
ইতর প্রাণীর মুণ্ডচ্ছেদে সেথায় পড়ে হাততালি,
মানুষ করে পশুত্ব লাভ, মাখায় নিজের মুখে চুনকালি।
মনের মাঝে হিংসা পুষে, মিষ্টি কথায় ভুলায় মন,
হৃদয়খানি শূন্য সেথায়, মানুষে মানুষে লাগায় রণ।
সরলতার সুযোগ নিয়ে দেখায় পরাবাস্তবের পথখানা,
বাস্তব জ্ঞান নেই তাদের, নেই উত্তরণের পথ জানা।
ধর্ম যদি ভালোবাসার ফল্গুধারায় সিক্ত হয়,
এই পৃথিবী স্বর্গ হতো, থাকতো নাতো নরক ভয়।
ইহলোকে পেল শুধুই যন্ত্রণা, পরলোকে হবে স্বর্গবাস,
কল্পকাহিনীতে মোহিত মানুষ, করছে এই পৃথিবীর সর্বনাশ।
পরপীড়নই পাপ যেখানে, ষড়রিপু জয় মূলকথা,
সেথা ধার্মিক মানুষকে দেয় কি করে বলো এত ব্যথা!
ঈশ্বর এক, কি করে তবে বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়!
এই পৃথিবীতে ধর্ম নেই, যা ঘটছে তা ধর্ম নয়।
ঠিকানা - গ্রাম - মালঞ্চ, ডাকঘর-রাখাজঙ্গল, জেলা - পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত,