Ads Area

অতৃপ্ত হৃদয় - বর্ণালী রায়

\

 

    আমি অতিক্রম নই ব্যতিক্রম
 আমি মৃত্যুঞ্জয়ী নই, নাম মৃত্যুঞ্জয়ী।
 মাটিতে কেঁচোর বাস,তাই ব্যস্ত খনন
 নিবিড় আঁধারে কীটের মৃদঙ্গ উল্লাস
 বুক চিতানো কান্নায় ভরে যায় প্রান্তর
 ধূ-লুণ্ঠিত ধরাতল আচ্ছাদনে বাগ্ বিস্তার।
 আমিও একটি নির্মোক নেয়
 অতৃপ্ত হৃদয়ের খাদ্য বানিয়ে চলেছি।।


বর্ণালী রায়
গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area