|| কথা না রাখার জন্য ||
গৌতম ঘোষ-দস্তিদার
বৃষ্টি যখন কথা রেখে যায়
মরু হয়ে ওঠে অরণ্য;
দিন আসে আবার ঊষার আলোয় -
রতিশেষ রাতের ভাঁড়ার শূন্য!
ঘেমেনেয়ে সে-মেয়ে ডাকবে আমায়
করবে আমায় বন্য;
সে যেন তখন কথা দিয়ে যায় -
কথা না রাখার জন্য!
|| কথা না রাখার জন্য ||