Ads Area

হাইওয়ে - সাজ্জাদুল ইসলাম শাওন

হাইওয়ে 
সাজ্জাদুল ইসলাম শাওন 

হাইওয়ের পাশের গলি শৈলকুঠির 
মানুষ থাকে,একদল কুকুরও
অনবরত টয়োটা-মারসিডিজের হর্নে
কুকুরের আওয়াজ সুমধুর! 

হাইওয়ের পাশে বটবৃক্ষের ছায়া
মানুষ থাকে না,
ধুলোবালির ভয়;
যদি কামড়ে দেয়,সবুজ জঙ্গলে
সাপ থাকে মানুষ নয়!


চকিত নজরে তরতরে নারী 
সাজ্জাদুল ইসলাম শাওন 

নিশুতি রাত, দেয়াল টপকে খুব সহজেই 
বাবুরা এখানে আসেন
আঙ্গুর ফলে দুধ মিশিয়ে খান 
খাওয়া শেষে আবার দেয়াল টপকে 
সাজ্জাদুল ইসলাম শাওন 

বাইরে যান।

আমার ঘুম ভেঙ্গে যায় ;
বাবুদের বুটের আঘাতে
সিগারেটের ধোঁয়ায়!

আমি শুধু আড়াল থেকেই দেখি 
বাবুদের চকিত নজর আর 
ভয়াল থাবায় তরতরে নারী! 


সুন্দরগঞ্জ, গাইবান্ধা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area