Ads Area

ইস্কাবনের কবিতা - সৌম্য শংকর দাশগুপ্ত





ইস্কাবনের মধ্যে আমি থাকছি এখন
আমার সঙ্গে থাকছে কিছু গানের কথা
শহর যেমন জমায় তেমন জমাক আরও
সভ্য গুলোর সাতরঙা সব অসভ্যতা 

এই কারণেই আমরা সবাই বহিষ্কৃত
কষ্ট পেতাম ইতরগুলোর হ্যাংলামিতে
লিলিথ তাই আমার স্মৃতির কান্না মোছায়
আমরা দুজন মজছি রাতের প্রেম পিরিতে 

দুটি দেহের চালচুলোহীন টানাটানি
ঠোঁট গুলো খুব বুনোফুলের গন্ধে ভরা
আমরা দুজন প্রেম সাগরও পার করেছি
আমরা দুজন প্রথাগতই সর্বহারা 

মনগুলো তাও ভেজা থাকে মাঝে মাঝে
ভালোবাসা দিচ্ছে সবাই কুরবানীতে 
সবার দেহ ভেজা থাকে নিজের লালায়
ছোটো মরে বড়ো বুড়োর উস্কানিতে 

তাই যখন হাঁপিয়ে উঠবে ইতরামিতে
শহর যখন ঝাপসা হবে তোমার মনে
রঙের নদী সাঁতরে তুমি আসতে পারো
শ্রাবণ মেঘে আড়াল করা ইস্কাবনে
সৌম্য শংকর দাশগুপ্ত





 Kolkata 700140
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area