Ads Area

মুহা আকমাল হোসেনের দূটি কবিতা

 মুহা আকমাল হোসেনের দূটি কবিতা 



১.

ছায়া তারে



কামনার কমা কোলন তুলে রাখি পরপারে

 হেরাও হেরে যায় দেখি ছায়া তারে বারে বারে।




 এ কোন অন্তরের অনন্ত এক অদৃশ্য টান

সালাতের পাটিতে পাঠ করি -

'ফাবি  আইয়ে আলা রাব্বিকুমা তু -কাজ্জিবান'। 



তুই যে আমার সেহরি ভোরের একতারাটার তার,

 তুই  যে  আমার মরুতৃষা, শাওম সাঝের খুরমা ইফতার!



এসো বন্ধু, এসো মিলন ঈদগাহে


প্রিয়তম, তুমি এখনো আছো জায়নামাজে বসি শাওয়ালের চাঁদ আমি, পিটিয়ে বানাই ক্ষত্রিয় অসি! 


আরবি আতরের বদলে, আমার প্রেম ওড়ে, বিষন্ন করপুরে! 

অসহায়তার রাঙা দিগন্ত ডিঙাই,  বারুদ পাখার বোরাক খুরে!


 কান্নার বিদ্যুৎ লহর বহে, আমার কাঁচ কলেজার রক্তবাহে ;

আমার কলমের নিব তাকবির তোলে, শহীদের ঈদগাহে।


প্রিয় রাষ্ট্র আমার খসিয়ে দিচ্ছে আদি সংস্কারের চুন  

আমার উৎসবের ভাত লাল হয়ে ওঠে মানুষের যত খুণ!!


 মিনার থেকে খসে  পড়ে আমার চর্যার  কারু অলংকার 

আমার শব্দ - শেলে বিস্ফোরিত  আফিম ঔদ্ধত  কারাগার।


আল্লা'র কসম! তবু শাওয়ালের শান্তি -সাম্য অটুট রহে।

এসো বন্ধু, এসো, পাঁজর খুলে বসি মিলনের  ঈদগাহে!


 মুহা আকমাল হোসেন

ছোট সুজাপুর, মালদা-৭৩২২০৬, পশ্চিমবঙ্গ,ভারত

কথা-৯৭৩৪৯৩৪৪৯৭




Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area