Ads Area

হাজার বছর পরের একদিন - আহমেদ আল আমীন


আহমেদ আল আমীন 

হাজার বছর পরের একদিন আমার কবিতারা মানুষ হবে আমি তাদের অধর ছোঁব তারা অনাপত্তিতে চুম্বন করবে, হাজার বছর পরের একদিন আমার কবিতারা মানুষ হবে। হয়তো তোমরা তাদের প্রেমে— আপাদমস্তক পাগল হবে, শাড়ী-টিপের স্টেজি ভোলে হেমলকে; নিরাপদ প্রেম খুঁজবে, হাজার বছর পরের একদিন আমার কবিতারা মানুষ হবে। যেভাবে তোমরা অবহেলা বোঝ— বিরহে, অনলে পোড়ানো বোঝ একদিন তারাও তাই বুঝবে, হাজার বছর পরের একদিন আমার কবিতারা মানুষ হবে। হাজার বছর পরের একদিন জমিনের বুকে শুয়ে শুয়ে শুনতে পাব তোমরা বলছ;— তার কবিতাও মানুষ হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area