~~আগমনী শোভা,দৃশ্যত: মণীন্দ্রনাথ বাগ -------------//আগমনী শোভা,দৃশত://----------- প্রভাত, আমার ঘুমচোখে আলতো স্পর্শ দিলো- আমি একটা নতুন সকাল পেলাম।অভিনব সকাল। একেবারেই নতুন, ঝলমলে আলোর বন্যা। দূরের মাটির ঢিবির 'পরে কাশবনে সুখরোল মৃদুলা বাতাসের স্পর্শে লাজুক শিহরণ,তারা দোলে। হালকা শারদশোভা প্রসারিত সারাটা শহর ঘিরে। পুরাতন শিউলির ডালে নব পল্লবের ভাঁজে দৃশ্যত: আগমনীশোভা।ঘরনীরাএকটু আলাদাপায়েই-হাঁটছেন। দূরে কমিউনিটি-পার্কে, বিনির্মানের গায়ে এখনো তেমন কর্ম ব্যস্ততার হৈ চৈ লাগেনি।অথচ, ওদের কর্মযোগীরা বলে গেছে,এবারে উমা যথারীতি সপরিবারে, বিচিত্র থীমে আসছেন।ক্ষয়িত করোণাবৃত চারদিক,তবুও। বাংলার রাস্তাঘাট বনরাজিশোভা আড়মোড়া ভাঙছে। আমরা কিন্তু আসবোই আপনার কাছে,উপাচারে। ব্যাপিকা বিদায়ের থলিতে,জানেনই তো, দেবেন। নিদেন পক্ষে একশত একের প্রত্যাশা নিয়ে আসবোই। আপনারা আমাদের উৎসাহ দেন।আমরা পরিশ্রম দিই। তা দিয়েই তো শরৎ বন্দনা করি,ভালোলাগা টুকু, ভালো না লাগা টুকুও আমাদের মূলধন।অন্যতম প্রেরণা। তিস্তার দুই তীর ঘিরে বিপর্যস্ত মানবীমন,প্রাকৃতিক দুর্যোগ পর্যুদস্ত প্রান্তীয় দক্ষিণী স্ববঙ্গ,আবারো স্বপ্ন ধরে-- তামসের সরণীতে মূর্ত মহাশক্তি নরায়ণী স্নিগ্ধতা। শারদীয় আনন্দ আর ঘরোয়া আনন্দের মাঝে সনাতনী বিমূর্ত্ততা। নিপাতনী চলনের ব্যকরণই আলাদা। আনন্দে মাখা হৈচৈ,অবশিষ্ট আমার দেশ, সবাই জানে~ অন্যতম শারদ সংস্কৃতি বাঙালির চিন্তনে মননের পিয়ালী। ~~~~~// মণীন্দ্রনাথ বাগ//~~~~~//প্রবাসে//~~~~ <<সকল আশার আলো২৬ লাইনে আধারিত>> |
আগমনী শোভা দৃশ্যত - মণীন্দ্রনাথ বাগ
জুন ২৬, ২০২২
0