Ads Area

ভেংচি জিন্দাবাদ - রানা জামান






পাখির ভেতরে ছায়াপথ ছায়া হারায় সর্বদা
পলির নাড়ীতে বীজ ওম পেয়ে হাসে কোজাগর
হাতে টেক্কা রাখি জীবন জুয়ায়
সাগরে সাম্পান উল্টে আছে আজ
ক্ষয়ে যাচ্ছে চাঁদ
নিউরনে কাতল মাছের হাঙ্গর খেয়ে যাচ্ছে ভিত!
দৌড় নেংটি ছেড়ে নালার সমুদ্রে
আত্মকেন্দ্রিকতা খেয়ে নিচ্ছে ক্রমে চোখের চশম

পুকুর ভরাট, কখনো খনন: জায়গা এক
খেলা খেলে শীর্ষ অনৈতিক কী যে উল্লাস উষড়ে
বগলের ভাপে চিন্তা পাকে অনেকের!
আমার কী তাতে!
আমার দুয়ারে থাকে না পাপোশ
চিন্তায় কত যে কবি খুঁড়ে অনুপ্রাস
মন্থনে চিরতা উঠে মারে ভেংচি
আমজনতা ভেংচি খেয়ে থাকছে তৃপ্ত
ভেংচি জিন্দাবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area