সাম্যের কবি
চিত্তরঞ্জন সাহা চিতু
চুরুলিয়ার কাজীর ঘরের
দুষ্টু ছেলে দুখু,
পাড়ায় পাড়ায় বেড়িয়ে শুধু
হারায় সময় টুকু।
জানতো কে আর এই ছেলেটি
হবে বিরাট কবি,
গল্প ছড়া গান কবিতা
লিখবে সে তো সবই।
বিপ্লবী ভাব থাকবে লেখায়
চিনবে লোকে তাকে,
মনের ভেতর সেই কবিতো
রঙিন স্বপ্ন আঁকে।
সেই কবিকে সবাই চেনে
বাংলার বুলবুল,
সাম্যের কবি বিদ্রোহী কবি
কবি যে নজরুল।