কালবৈশাখী জট
মনিরুজ্জামান প্রমউখ
কালবৈশাখীর দাপটের সাথে আমি আমার দাপট ঠিকরাই
সমভীত হয় না সাধের সাম্পান।
লোকে আমায় কালবৈশাখীর
তেরপাল দিয়ে শানে মিথ জজম
কিন্তু- আমি শানীত করি না দিকভান।
কারণ
উপাদান আর উপকরণ
কিছুই আমি নাড়ি না, ভাঙ্গি না,
ক্ষত আর উড়ঘটিত বঞ্চনা দিয়ে
চলসময়ের স্বত্ত্ববিধান গড়ি না।
বজ্রপাতের ডাহুক যেমন
চটিয়ে নেয় অন্ত আন্ত শ্বাস টান
আমি নিরন্তর তার বাঁ পাশের
মুহূর্ত বিস্তারে মন গড়ি প্রমাণ।
---------------------
মনিরুজ্জামান প্রমউখ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।