আজকাল
সুদীপ্ত বিশ্বাস |
.
বিপদেরা চুপচাপ ওত পেতে থাকে,
নদীর প্রতিটি বাঁকে-বাঁকে।
সাবধান! সাবধান মাঝি
শ্বাপদের চেয়ে হিংস্র মানুষের কারসাজি।
আলো নেই,
চারিদিকে জমেছে আঁধার চাপচাপ
মানুষকে ভালবাসা ভুল নয়, পাপ।
সুবিচার
.
আদালতে বিচার চাইছে
কবর থেকে উঠে আসা একদল ধর্ষিতা
রাস্তারা মাথা নীচু করে আছে
পাশ দিয়ে হেঁটে গেল দুটো আলোক স্তম্ভ
জমা হয়েছে কয়েকটি নীল চোখের ঈগল
মধ্যযুগীয় ট্রামে চেপে বাড়ি ফিরছে শহর
ছোট্ট পৃথিবীকে নিয়ে উড়ে চলেছি
বাতাবি উরুর মতো চাঁদের গা থেকে ঝরে পড়ছে সুবিচার
আশ্চর্য
.
প্রতিটা মানুষ খুব ভালবাসা চায়
ভালবাসাকে বুকে জড়িয়ে, আগলে রেখে
ভালবাসার গভীর জলে অবগাহন করতে
চায় সকলেই।
সকলেই চায় ভালবাসাকে ধরে রাখতে
ভালবাসা মেখে পথ চলতে।
সকলেই বোঝে-
পৃথিবীতে আমরণ প্রেম আর ভালবাসা ছাড়া
আর কিছু নেই।
তবু মানুষ কেন ভালবাসতেই শিখল না ?
তবুও মানুষ কেন সবচেয়ে কম মূল্য দিল ভালবাসাকে ?
এই দুনিয়ার এটাই সবচেয়ে বড় আশ্চর্য...
পুনরুত্থান
'
নিভু নিভু আকাশে যেই ঘনিয়ে এল মেঘ
তোমার চোখের তারায় তারায় দেখেছি উদ্বেগ।
অনেক চেনা কেমন করে খুব অচেনা হয়
জীবনখাতা গোলকধাঁধা সরলরেখা নয়।
শান্ত জলে হঠাৎ হঠাৎ ছলকে ওঠে ঢেউ
ঘুমের মাঝে চমকে দেখি পাশেতে নেই কেউ।
নেই তাতে কি, একলা বাঁচি, একাই টানি দাঁড়
স্বপ্ন দেখি আকাশ ছোঁব, সমুদ্দুরের পার...
Sudipta Biswas,Deputy Magistrate,(WBCS Exe.),
Nokari Uttar Para, PS-Ranaghat,Dist- Nadia,Pin- 741202
Mob-9836020902
Nokari Uttar Para, PS-Ranaghat,Dist- Nadia,Pin- 741202
Mob-9836020902