দগ্ধ
জেগে থাকি
রেগে থাকি
কার ওপর কে জানে!
মান থাকে
জান থাকে
কীই বা বাঁচার মানে!
লাভ থাকে
ভাব থাকে
কী জানি কোথায় ফাঁক!
বিষে থাকা
মিশে থাকা
পুড়ে যাওয়া মৌচাক!
লঘু
আগুনে পৃথিবী থেকে লাফিয়ে ওঠে ভাপ
আগ্নেয়গিরির লাভা আকাশ ছুঁয়ে নেয়
রক্তের নেশায় মাতে উন্মত্ত লাল
সবুজ আর নীল মরে গেছে, বোধহয়I
বোধ হয় লুপ্ত বিবর্ণ ঝরা পাতার মর্মরে
আগ্নেয় শিলায় আটকে যায় শেকড়
ধূসর প্রেক্ষিতে নজর চলে না
বিদ্যুতের আলো উল্লাসে নেচে চলে
বাজের শব্দ গড়াতে থাকে আকাশের কোণে কোণে
বৃষ্টির মতো ঝরে পড়ে সহানুভূতি
পায়ের পাতাটুকু ভেজায় জলধারা
চোখের পাতারা কাঁপে অনেক দূরেl
উপলব্ধি
রাতের আঁধার গাঢ় হয়
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে
আকাশ বাতাস পৃথিবীকে l
নৈঃশব্দ শান্তি কেড়ে নিতে চায় l
নিজের শ্বাসের শব্দ,
হৃদযন্ত্রের ধুকপুক
বারবার মনে করিয়ে দেয়
কেঁপে ওঠা জীবনের
অস্বস্তিকর অস্তিত্বকে l
কাউকে প্রচন্ড দোষ দিতে ইচ্ছে হয়,
ভীষণ রাগে খুন করার সাধ জাগে l
চোখের তারা প্রতিহিংসায়
এই ভয়ঙ্কর সময়ের জন্যে
দায়ী সেই মানুষটার চিন্তায়
হাতের মুঠি পাথরের মত শক্ত হয় l
অসহায় রাগ আর প্রচন্ড ভয়
আমায় নিয়ে খেলে চলে l
বিশ্বের সেরা প্রাণীর গর্ব,
সবচেয়ে বুদ্ধিমানের গরিমা
আর অমিত শক্তির বড়াই -
এসব শীতের সাপের মত
কুন্ডলী পাকিয়ে উষ্ণতা খোঁজে l
অসহায় উদ্বেগে রাতকাটার প্রহর গুণি l
ওইটুকুই ক্ষমতা আমার -
আজ টের পাই l
****************************** ********************