মায়াবী দুচোখে জমা রাগের প্রতিফলনে,
আগুনে পদ্যেরা ছড়িয়ে গেছে জনপদে,
ক্ষমতার স্তম্ভেরা অসাম্যের বেসাতিতে,
নাড়াতে চায় সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ,
অগ্নিবীণার ঝঙ্কারে শরীর মনে কাঁপন,
এমন করে সাম্যবাদী হতে কেউ চায় নি,
কিংবা কাব্যিক কৈফিয়ৎ দেয় নি,
বিদ্রোহী হয়ে ঝলসানো অসি ও মসি,
প্রশান্তি আনে মায়ের ভক্তি গানে,
ধর্ম অধর্মের উর্ধ্বে এক জাগতিক বিস্ময়।
জাগতিক বিস্ময়- সুতপা ব্যানার্জী(রায়)
মে ২৯, ২০২২
0