Ads Area

বাস্তব পটভূমি - পিঙ্কি ঘোষ

       

          বাস্তব পটভূমি
             পিঙ্কি ঘোষ
 পিঙ্কি ঘোষ

   

তুমি আকাশ হতে চেয়েছিলে বলে
আমি আজও মাটি হয়েই দিগন্ত
স্পর্শ করার নেশায় উন্মত্ত,
দিগন্তরেখায় স্বপ্ন গুলোকে-
একাকার করে মিলিয়ে দিতে চেয়েছিলাম,
ভোরাইয়ের সুরে ভেসে পূরবীকে-
ভালোবাসা উজাড় করে দিতে চেয়েছিলাম।
মনের আটচালা জুড়ে কেবলই রঙীন কারুকাজ,

বাস্তব পটভূমি যামিনী রায়ের পটচিত্রের চোখ।
............................................................

পিঙ্কি ঘোষ,
কলকাতা (৫৯),

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area