হারিয়ে ফেলেছি বন্ধু তোমায়,
হারিয়ে ফেলেছি নব যাত্রায়
জীবন পথের বাঁকে।
যা কিছু বলার থাকে
তুমি বলে যেও,
তোমারে করিনা হেয়।
পেয়েছি বেদনা সে তোমার দান,
দিয়েছ আঘাত সে যে সম্মান
তোমার তরফ হতে।
সময় যাবে চলে নিভৃতে কালস্রোতে।
যা কিছু বলার ছিল বলেছ কি মোরে
যেদিন আমায় তুমি বেঁধেছিলে ডোরে
প্রেমের আলিঙ্গনে?
আজিও স্বপনে
কাছে এসো মোর
আবেগের মেঘ আরও হোক ঘোর,
রহিতে পারিনা নিদ্রা-জাগরণে।
হাসিমুখ চাই তোমার বদনে,
ভরে দাও মোর ডালি,
মনে রেখ প্রিয়া তুমি ফুল আমি মালি।