Ads Area

মূক - অম্লান বাগচী

 মূক

------

অম্লান বাগচী
-------------------

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে একটু এগোলেই
ভারতীয় জাদুঘর। সব ছু-মন্তর জড় করে রাখা
একটু এগিয়ে দেখি এখনও আসেনি কেউ
                 পায়চারি করি ছোট পদক্ষেপে

ওদিকে সংলাপে মুড়িয়ে চলে যায় ব‍্যস্ত মানুষ

অবগুন্ঠন থেকে ভেসে আসে দিনের অভিভাষণ
তাকে চিনতে গিয়েই বুঝি, কেউ আসেনি
আসবেও না হয়তো
এদিক থেকে ওদিকে চলে যায়
একদল মেয়ে, আরও মানুষ, মানুষের ঝাঁক
সাঁতরে বেরিয়ে যায় পথরেখায়
চিনতে গিয়ে দেখি চেনা যায় না সে সুদূর

এ ভাষা শ্রুতি ছুঁয়ে বেরিয়ে যায় মনের পাশ ঘেঁষে
রেখে যায় অনধিকার প্রবেশের আশ্চর্য ভণিতা

জাদুঘরের ভিতরে শোয়ানো মমিটাই নাকি কথা বলেনি
                                                             .........বহুদিন!

          ||-------------------------------------------||

Amlan Bagchi
Geetanjali, 2nd Floor
Gate No. - 3, Bijoynagar
P.O. :- Madhyamgram
Dist -- North 24 Parganas
PIN - Kol 700129

Mobile No. -- 8583004939

amlanbagchi784@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area