Ads Area

যা কিছু বলার ছিল - সোমনাথ সাহা

                  যা কিছু বলার ছিল

যেটুকু বলার ছিল আমার, তা একটি মনগড়া খামের ভিতর ভরে তোমায় পাঠালাম।
বাকিটুকু লিখবো খুব দ্রুত!
আপাতত ওইটুকু দিয়ে আমাদের ভালোবাসার ভগ্নাংশকে টিকিয়ে রেখো।
গত রবিবার একটি কবিতার অংশ পাঠিয়েছিলাম তোমায়;
সে এক মৃদু ঠোঁট ভেজানোর কবিতা, অন্তিম বিকেলে অপেক্ষার আলিঙ্গনের সেই কবিতা।
কবিতার নায়িকা তো তুমিই ! অস্বীকার কোরনা কিন্তু।
আচ্ছা বেশ, বরং আগামী রবিবার একটি উন্মুক্ত ময়দানের গল্প দেব,
সে এক অশ্রুমতীর জলে ভেজা ভালোবাসার গল্প, সন্ধ্যের আঁচল ছুঁয়ে আসা নদীর ঠোঁট ভেজানো সেই গল্প।
তুমি এক অলীক নায়কের সাথে বসে উষ্ণ স্পর্শের শীতলতা বিচার করবে।
গল্পের পরের শেষাংশেই নগ্ন হওয়া এক অন্ধকার আছে।
তারপর বাকিটা ব্যক্তিগত !
আর আমি ?
আমিই তো তোমার জীবনের উপসংহারে প্রবেশ করে বসে আছি সেই কখন থেকে।
বুঝতে পারনি তুমি ?!

                    সমাপ্ত

       Name-


Somnath Saha, address- North Durganagar, Kolkata-700065, Post office- Rabindranagar, L/P- 7/51

North 24 parganas
Near by North Durga Nagar junior high school power house, MA TARA MEDICAL SHOP

pH - 9123049719

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area