Ads Area

অমৃত তাপ -অজিত কুমার জানা

হর্ন বাজিয়ে ঢুকলে তুমি,
শপথ হাওয়ার পথেই শুলো।
গোপন বৃষ্টির কাজল চোখ,
দশ আঙুলে নেমে এলো।।


আগু পিছু কথার মায়ায়,
আলো ছোঁবে আমায় জানি।
ব্যথার মাদুর বুকে পাতা,
ক্লান্তির সিগন্যালে সবুজ গোঙানি।।

ট্রেন লাইনে নাকছাবি ফুল,
মৃত্যুর গায়ে হাসির উত্তাপ। 
প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বাড়িয়ে হাত,
প্রেমের কামরায় অমৃত তাপ।।



অজিত কুমার জানা 
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area