Ads Area

পুনর্জন্মের কবিতা - পিঙ্কি ঘোষ

 

পুনর্জন্মের কবিতা

       
পিঙ্কি ঘোষ

পিঙ্কি ঘোষ

এখনও রাত্রে স্বপ্ন আসে তোর চোখে?
প্রতিবেদনশীল মনটা কি রাত জাগে?
আমি রাত জাগি সঞ্চয়িতার মরণের সাথে,
নিঃশ্বাসের উষ্ণতায় ধূসর হয় কাঁচ,
তবে আগের মতো আর শাড়ির আঁচল
দিয়ে যত্ন করে মুছে দিই না।
স্বচ্ছতা নিরুদ্দেশের যাত্রী,
আমার কলমকলি শাড়ি জুড়ে‌ তোর
বেহিসাবী আবদারের চিহ্ন ,
দূরত্বের প্রাচীর বড়ো দৃঢ়, সুউচ্চ।
বড়ো ইচ্ছে করে তোর লেখা
কবিতার শিরোনাম হতে, 
বড়ো ইচ্ছে করে তোর‌ লেখা
সনেট আর অমিত্রাক্ষর ছন্দে হারিয়ে যেতে।

পুনর্জন্মের কবিতাটা লিখে রাখি চল্।

.........................................................................


পিঙ্কি ঘোষ,
তেঘরিয়া,
কলকাতা (৫৯),
পশ্চিমবঙ্গ।
Mobile/What's app number:-9163232968
......................................................................

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area