তীর্থঙ্কর সুমিত |
সময় বয়ে যায় সময়ের সঙ্গে
অপেক্ষার তাজমহলে
ভালোবাসার প্যারাসিট আমল প্রতি ঘরে
সময় কেটে যায় সময়ের নিভৃত যন্ত্রনায়
আপামর জানসাধারণ জানে
ফেলে আসা ব্যর্থতার ইতিহাস
কলকে গাছের ডালে পাখি এখনো বাসা বাঁধে
রাত পেঁচারা প্রতিনিয়ত আসে আমার ঘরে
বিষন্ন কবি জীবনে ডুয়ার্সের নদী
একাই তরাইকে স্পর্শ করে।