কবিতার নেশা
-------------------
রঞ্জন ভাওয়াল
এই নেশাতে নেই কোন বিষ
যতই গভীরে ভাববে তুমি
পেয়ে যাবে আসল রসদ।
এই রসদ খেলে তোমার ঘুম
আসবেনা ও ক্ষুধা লাগবেনা
কিন্তু কোন ক্ষতি করবেনা
তুমি তাকে ছাড়তে পারবেনা।
সময়ে অভাবে মাঝে মাঝে
ইচ্ছা করে না লিখতে
সারা রাত মন করে আনচান
মনে হয় আবার লিখতে বসতে ।
জানিনা কবে যে পাবো ছাড়
হয়েছি যে কবিতা জালে বন্দী
কবে যে হবো বাক্যের তরী পাড়
মনের সাথে চলে অভিসন্ধি।
রঞ্জন ভাওয়াল
বি/৩৭, কাটজুনগর
যাদবপুর, কোলকাতা
৭০০০৩২
মোঃ ৯২৩৯০৩১৯১৮