Ads Area

।। ডিওডরেন্ট পেপসোডেন্ট কিম্বা লিপস্টিকের পেটেন্ট ।। - গৌতম ঘোষ-দস্তিদার

 ।। ডিওডরেন্ট পেপসোডেন্ট কিম্বা লিপস্টিকের পেটেন্ট ।।

- গৌতম ঘোষ-দস্তিদার


(শঙ্কু মহারাজ স্মৃতিমন্দির , কোলকাতা - ৭০০০৩১)

মুষলধারে ঘেমে নেয়ে ওঠা যে গন্ধে একদা
গৃহদাহের বিস্ফোরক মিশে ছিলো,
ফরেনসিক বোলেছিলো,
আসলে সেটা সস্তার ডিওডরেন্ট ;
বুকের অনন্ত থেকে উঠে আসা যে নিঃশ্বাস
সেদিন জন্মান্তরের চেনা বলে ঠেকেছিলো
সেটাও নাকি ছিলো
বাঁধানো দাঁতের পেপসোডেন্ট ;
আর ওষ্ঠাধরে চিৎ হয়ে শুয়ে থাকা আলিশান
লিপস্টিকে মিশে ছিলো এযাবৎ না-দ্যাখা
কোন্ অচেনা সূর্যের উড়ে-এসে-জুড়ে-বসা পেটেন্ট ;
ধূর্ত ধৃতরাষ্ট্রের মিছিল কিসের তালে রাজপথে
একজোট হয়েছিলো সেদিন ?
ডিওডরেন্ট পেপসোডেন্ট কিম্বা লিপস্টিকের পেটেন্ট
মুহূর্তে ভুয়ো ষড়যন্ত্রে ভিটেমাটির দখল নিয়েছিলো
- যাকে বলে গোটাটাই বিনা-রেন্ট !
অধুনা অবশেষে তাই ভাড়াটেই হোলো বাড়ির মালিক
আর বাড়িওয়ালা খুঁজে মরে টেন্ট !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area