Ads Area

অশনি'র মেঘ - গৌর গোপাল পাল



গৌর গোপাল পাল


এই গরমে আরাম দিল
অশনি'র মেঘ এসে!
ঠাণ্ডা বাতাস প্রাণ জুড়াল
মেঘ ও জলে ভেসে!!

রোদ-গরমে বাইরে যেতে
মন ছিল আর কার!
ঘুম ছিল না  দিনে রেতে
করছিল ঘর বার!!

অশনি'র মেঘ তখন এসে
জুড়িয়ে দিল প্রাণ!
শীতল বাতাস ভালবেসে
করল জীবন দান!!

তারই জেরে বোশেখ গিয়ে
ঢুকলো জ্যৈষ্ঠ মাস!
রইছি এখন তাকেই নিয়ে
করি না হাঁস ফাঁস!!

লাভপুর.বীরভূম.পঃবঙ্গ.ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area