রানা জামান |
আনারস চোখে এলে জিভে আসে জল
কাঁঠালের আঠা কভু ছাড়ে নাতো পিছু
তালের শাঁসের মজা বলবো আমি কাকে!
জামরুল গোলাপজাম কী যে স্বাদ লাগে
লটকন তরমুজ বাঙ্গি রস ছেড়ে ডাকে
মাঝে মাঝে ভাবি কোন ফল খাবো আগে।
ভিটামিনে ভরা আছে দেশি সব ফলে
একটা দুটো করে খেয়ে যাবো প্রতিদিন
শহরে দোকানে পাবো, গ্রামে বৃক্ষতলে
মৌসুম ফুরিয়ে যাবে এক দুই তিন
খেয়ে যাবো নিত্য আমি ফল সব দেশি
একটা দুটো নয় কিন্তু যত পারি বেশি।
ঠিকানা:
রানা জামান
ঠিকানা: আনিলা টাওয়ার
বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;
ঢাকা-১২১৬; বাংলাদেশ
ই-মেইল আইডি: rana2344@gmail.com
WhatsApp no: +8801715826053
মোবাইল ফোন: +৮৮০১৭১৫৮২৬০৫৩
রানা জামান
ঠিকানা: আনিলা টাওয়ার
বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;
ঢাকা-১২১৬; বাংলাদেশ
ই-মেইল আইডি: rana2344@gmail.com
WhatsApp no: +8801715826053
মোবাইল ফোন: +৮৮০১৭১৫৮২৬০৫৩