Ads Area

প্রেম এখন - কমল ঘোষ


    
কমল ঘোষ

প্রেম হল সেই নদীটা, জীবন যেথা ভাসে,
হৃদয় হল নাও যে সেথা, সবকে ভালোবাসে।
সেই নদীটা শুকায় নাকো, ডুবায় নাকো নাও,
গভীরতা তার বড্ড বেশী, কে জানে কত বাঁও!
এ প্রেম হল সেকেলে প্রেম, এখন প্রেম অন্য,
দুরুদুরু বক্ষে কেউ করে না অপেক্ষা কারো জন্য।
উতলা মন লেখে না চিঠি, অনুরাগের ভাষায়,
থাকে না কেউ অধীর হয়ে, সেই পত্রের আশায়।
মুঠো ফোন নিয়ে সবাই এখন সদাই আত্মহারা,
যেখান থেকে যখন খুশি, কথা হয়ে যায় সারা।
ভিডিও কলে চেটিং করে, রাত হয়ে যায় ভোর,
সহজে তার রেশ কাটে না, থেকে যায় তার ঘোর।
চোখের ভাষা, লাজুক হাসি, মায়াবী চাহনিখানি,
এখনও আনে দু'টি প্রাণকে খুব কাছাকাছি টানি।
প্রেম দিবসে গোলাপ হাতে, ছোটে রাস্তা - ঘাটে,
কেউ চলে যায় পানশালাতে, আনন্দে দিন কাটে।
প্রেমের এখন এমন চল, ভয় পায় নাকো কেউ,
অন্তরের কথা কেউ জানে না, বাইরে তোলে ঢেউ।

শিরোনাম - প্রেম এখন
কলমে - কমল ঘোষ
ঠিকানা - গ্রাম - মালঞ্চ, ডাকঘর-রাখাজঙ্গল, জেলা - পশ্চিম মেদিনীপুর, সূচক - ৭২১৩০১, পশ্চিমবঙ্গ, ভারত, মোবাইল নাম্বার - 9679969437
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area