বৃক্ষ সমাজ - নীলমাধব প্রামাণিক
কবিতা পাড়া
মে ২৩, ২০২২
বৃক্ষ সমাজ
নীলমাধব প্রামাণিকআমি গাছ ভালোবাসি আমি ভালোবাসি গাছকেননা , খুব ভালোমতো জানিকতটা করেছে এই বৃক্ষ সমাজ ।তুমি গাছ ভালোবাসোগাছ ভালোবাসো তাই ।সবুজ ধ্বংস করে বারান্দায় ছাদে টবে টবে লাগাচ্ছো বনসাই ।কৃত্রিম লতা ছড়াচ্ছে ডাল পালাগগন ছোঁয়া কক্ষে তবু বুকঠুকে |
নীলমাধব প্রামাণিক |
সবুজের পাশে চির সবুজের পক্ষে!আমি গাছ ভালোবাসি আমি ভালোবাসি গাছস্লোগানে বাঁচেনা এই বৃক্ষ সমাজ ।-------0-------0---------নীলমাধব প্রামাণিক, মাধবনগরডাক -পূর্ব চাঁদপুর, মন্দির বাজারদক্ষিণ চব্বিশ পরগনাপিন -৭৪৩৩৩৬ পশ্চিমবঙ্গ, ভারতমোবাইল +হোয়াটসআপ -৮৩৪৫৯৯২৭৭৬