বিশ্বজিৎ রায় চৌধুরী
কবি: বিশ্বজিৎ রায় চৌধুরী
নিরুত্তর
এই আমি ছাড়া কি আর আছে বলো ,
দিতে পারি আশা ভরা সোনালী জ্যোৎস্না ।
মিশে থাকা অত্যুজ্জ্বল সাত রং সূর্যের
ক্ষীতি , অপ , তেজ , মরুৎ ,ব্যোম এই তো
পঞ্চভূতে বিলীন হওয়া মানব জীবন ।
তবু আছে নিটোল এক স্বপ্নভরা হৃদয় ,
বান ডাকা বিশুদ্ধ প্রেমের নির্যাস ,
অলীক কল্পনার জাল , নাহয় ছন্দপতন ।
এই পরে মনেহয় দিনগত পাপক্ষয়
জীবনটা ঘোলাজলে নিয়ত কি পাবে অস্থিরতা ?
তাই আমাকে নয় তোমাতেই খুঁজি প্রিয়
ব্যর্থ মনোরথ , কি বা ফল অনু অন্বেষণ ।
সদুত্তর
জীবনের সব রাত কেটে যাবে জানি , ভোর
হবে , হবে ঊষাকাল যা বড় পবিত্র ।নিথর
দীঘির জলে ঢেউ উতলানো প্রথম আলোর
প্রভা চিনিয়ে দেবে সে জলে পূর্ণ অবগাহন ,
শুনে যাই পাখিদের কলকাকলি , স্তিমিত ঝিঁ ঝিঁর
ডাক মিলিয়ে যায় দিন ওঠার বিলাস ব্যাসনে ।
দেখা দেবে একটি মুখ , প্রিয়ার সদ্য ঘুম ভাঙা
আবেশে জড়ানো বুকে রয়ে যাওয়া গত রাতের
প্রেম , আর কেউ সম্পর্কের ক্ষুন্ন ছিদ্রান্বেষনকারী।
সব ,সব থাকবে বদলে যাওয়া সময় শুধু ঘটাবে বদল ।
সোচ্চারিত
একটি একটি করে ফোটাতে হবে ফুল ,
ফুলে ফুলে সময়ে ছেয়ে হবে বাগান ।
ফুল চির নিরবেই বর্নময় , ঝরে পড়াও ...
আসবে দলে দলে মৌমাছি , ভ্রমরের দল
গুন গুন ভন ভন শোনা যাবে সোচ্চারিত
আগুন্তুক ওরাই শোনাবে অজানা সুর ,
হয়ত রঙীন পাখিরাও খুঁজে পাবে ওড়াউড়ি ।
নিরব সময় স্রোতে মিশে যাবে ফুলেল কটাক্ষ ,
বাতাস মৃদু বেগে বয়ে গেলে মিশে রবে সুগন্ধ ,
সব হবে , হবে সব , বৃথা কেন এ মৌনতার ঘেরাটোপ ।
বাঙ্ময়তা
নির্জনতা বিষন্নতা এসবের নেই কোন স্থায়িত্ব ,
লজ্জানত খালি করে পড়ে থাকা দিন ও রাত ।
নৈঃশব্দের শুন্যতা বাতাসের হাহুতাস তাও ...
এত যদি কলরব , নৈঃশব্দের শুন্যতা পাবে লজ্জা
পাশে দেখি কেউ নেই , নেই তবু কারা যেন গরজায়
আমাকেও নিল দলে , বলে দিল নিশ্চয় তুমি
হে বিরহী প্রাণ , এস তবে হোক প্রাণের মিলন ।
অস্পষ্টতা
তবে লেগে গেল ঘোর মনে কেমনের মাঠ তবে
ভরে গেল ভৈরবী সুরে , নাকি সানাইয়ের আলাপ
কি হচ্ছে , কারা আছে , কারা যেন দিচ্ছে যে সাড়া ।
গোল গোল বোধোদয় , ঘুরে পড়ে বেঘোরে বেঘোরে ,
শুরু কবে হয়েছিল , কবে যে হবে তা শেষ
মনে নেই জীবনটা , কি আছে তার তলদেশ ।
বলে কেবলই গভীরে যাও , যাও কোন অতল
নিবেশে ঘটাও গতি , থাকো চির অবিচল ।
লেখক : বিশ্বজিৎ রায় চৌধুরী
ঠিকানা :
গ্রাম - বিশ্বনাথপুর
পোস্ট - রামনাথপুর
জেলা - উত্তর ২৪ পরগনা
পিন - ৭৪৩৪২৩
মোবাইল - ৯৬৪৭১৩৮১২৬