স্বপ্নচারী
জি জে আফরোজতারিখ:১৬/০৪/২০২২ইং আকাশচুম্বী মেঘের অন্তরালে নীলার্ধ বিকেলের এক ফালি সূর্যের হাসি নিস্তেজ করে দিয়ে যায় ক্লান্ত মন। বিরহিনী বিষাদে বসে আপ্লুত বক্ররেখার নয়নে এঁকেছেন সৌন্দর্যের সমারোহ দিগন্ত। কেশবতীর কেশ উড়ন্ত হাওয়ায় দোলে শুষ্ক পাপড়িতে পাতা মিশে অন্তরালে সে শুধু ভাবছে -- ভাবছেন নৈমিত্য সাধনার ফল স্রুত টকে গেছে নেই রস নেই মিষ্টান্ন সুস্বাদ নেই গন্ধ। কালো মেঘের ভেলায় হারিয়েছে স্বপ্নচারী শতত শত বছর আগে। কথা ছিল - রঙিন প্রজাপতির ডানানায় স্বপ্ন ভাসবে পাখির ডানায় চিঠির বার্তা আসবে সু-রাগি ,স্বাবলম্বী তুমি সেই স্বপ্নচারী। শ্রেষ্ঠ উপহার এর অপেক্ষায় ক্ষয়িঞ্চু পথের দুলি অবলা দৃষ্টি, অনাবৃষ্টি, অনাদর সৃষ্টি, পুঞ্জাক্ষি কোটরে জমেছে কুচকালো এক নিশি দিবা অতিক্রমের খানিক প্রতিশ্রুতি। ঝলমলে গগনতলে এক ফোঁটা আলোয় আমি নয় শুদ্ধ কাল বৈশাখী ঝড়ের ঝাপটায় অবরুদ্ধ।