কবিতাঃ অবাধ্য শর্তালাপন। লেখকঃ আকাশ রহমান শুভ। খুব মনে পড়ে এক পশলা বৃষ্টি তোমার শহরে, কাক ভেজা হয়ে দু'জন। মনে কি পড়ে তোমার? আঙুলে আঙুলে কিছু অবাধ্য শর্তালাপন? আজও বৃষ্টি নামে, কাক ভেজাও হই সূদুরপ্রসারী অতীত ভেবে। তোমার শর্তে দেয়া কথা ভাঙিনি এখনো, তুমিই করলে ছিন্ন বন্ধন। আজও পাখি ডাকে, মেঘে মেঘে রোদ লুকায়। মুয়াজ্জিনের আজানে ঘুমটাও ভাঙে। শুধু তোমাকেই দেখি না যে, হায়! রোদ পলক ফেলেছে ছায়া ঘনালে, শহরের দালান অন্ধকার হয়। সেই অন্ধকারের দুঃখ ঘোঁচাতে সোডিয়াম লাইটগুলো দাঁড়িয়ে ঠাঁয়। বৃষ্টি কি পড়বে সেই তোমার সুখ নিয়ে? যখন রাগ হলে পড়ে আমার বুকে নাকি সূর্যের অন্তরালে বৃষ্টির ফোঁটাগুলো অযথাই ঝরবে শুধু? |