বন্দী কথারা
পলাশ পালঅভিযুক্ত ভালোবাসার ডাস্টবিনে
গর্জে ওঠা স্বপ্নের মাঝপথে
আরো একবার ঘুম ভাঙে আমার।
কথার ভিড়ে বন্দী কথারা
বদলে দিতে চায় জীবনের
ফ্যাকাসে লাল রঙটা।
তাইতো বিলাসী শৈশব ফিরে আসে
রামধনুর মতো।
কখনো লজ্জাকে ছুঁতে গেলেই
লাজুক হাসি হেসে ওঠে মন।
অসহায় জিজ্ঞাসা চিহ্নটা আজ
সেই অসমাপ্ত প্রশ্নের গন্তব্য খোঁজে
আর আমি আমার সাবলম্বী আবেগের দুয়ারে
প্রতিদিনই দেখি
স্রোতস্বিনীর স্রোতের শব্দে
পুরোনো ধাঁচেই ভেসে আসে বিপ্লবের তরীটা।
নাম: পলাশ পাল
ঠিকানা: মানকুন্ডু পালপাড়া লেন, হুগলী
মো: ৮৯৮১২৪২৮৭৪

.jpg)