তোমায় দেখি
---------------------পরানের গহীন হতে নয়ন মেলে তোমায় দেখি ,
গোধূলির অস্তরাগে তোমার কাঁধেই মাথা রাখি.
স্টেথোস্কোপের চেস্টপিসটা ছোঁয়াই তোমার বুকের পরে.
দূর হতে আজ ছোঁব তোমায় মনটি দিয়ে মনের ঘরে.
ওই নয়নে নয়ন দিয়ে নিষ্পলকে তাকিয়ে থাকি.
ক্রিস্টমাসের আলোকমালা তোমার জন্য সাজিয়ে রাখি.
কাচ দেয়ালের এপার হতে হাতটা বাড়াই তোমার দিকে .
হেসে তুমি যাও চলে যাও কালির আঁচড় হয়না ফিকে.
তোমার জন্য অপেক্ষাটা ঐ আকাশের মস্ত নীলে.
আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা যাবই মিলে.
পিন ৭১৩১২৮
জেলা :পূর্ব বর্ধমান