গুচ্ছ কবিতা
লজ্জা // বদরুদ্দোজা শেখু
------------------------------ -
১।
জনগণ সব খেলায় মেলায় মত্ত
পার্টিবাজরা খুঁড়ছে খোলের গর্ত
শর্ত একটাই--- সব দেখে শুনে যাও
মুখ খোলা চলবে না ,
ওটা তোমাদের সইবে না
বাপু , ধরাধামে তুমি আর রইবে না
২।
এখন চলছে লুটেপুটে-খাওয়া রাজ
পার্টির দাপটে হবে সব কাজ
বিরোধীরা থাকবে না
মানে, মতান্তরও রাখবে না
চারিপাশে শুধু
আতঙ্কের আবহ করছে বিরাজ
৩।
নির্লজ্জতা জোরজুলুম
গোপন খোলা হুকুম
বশংবদ চাটুকার
সংস্কৃতির সমাহার
নক্ষত্র সমাবেশ ,
বেশ চলছে দেশ !
৪।
বিরোধীরা নিন্দুক
সৎ রিপোর্টার নিন্দুক ,
ওদের কোনো এজেন্ডা নাই
হালে পানি পাচ্ছে না তাই
কুৎসা রটাচ্ছে, ওসব খবর দেখবেন না
সিরিয়াল দেখুন, পাবলিক কি শিখবেন না ?
৫।
লজ্জা লজ্জা লজ্জা !
ঘুণপোকায় খাচ্ছে মজ্জা ,
দরজা দেখানোর কেউ নাই,থাকবে না
বুক পেতে নিজের দুঃখ কেউ ডাকবে না
এই পর্যায়ে সবার চোখে মুখে কুলুপ
রাধিকা নাচছে, প্রগতি হাঁটছে,একদম---চুপ !
© বদরুদ্দোজা শেখু , ২৬।৫।২০২২ , বহরমপুর