সৌম্য শংকর দাশগুপ্ত |
আমার ঘরের বাইরে কোনো পাহাড় পর্বত নেই, শৃঙ্গমালার অলংকার নেই।
না আছে সবুজ ঘেরা জঙ্গল, রোমাঞ্চকর বুনো আবহাওয়া।
আমার ইচ্ছা করলে ঘর থেকে বেরিয়ে দিগন্ত বিস্তৃত মেঠোপথে হেঁটে বেড়াতে পারি না।
আমার ঘরের বাইরে এমন কোনো ফুল নেই,
যে ফুলের গন্ধে কোনো নারী উন্মাদ হয়ে যেতে পারে।
আমার ঘরের বাইরে একটা পরিত্যক্ত পুকুর আছে।
যেখানে মাছেদের শবদেহ ভেসে বেড়ায়।
আমি সেখানে গিয়ে বসে থাকি।
দেখি সূর্য্য ডুবে যায়। চাঁদকে ঘিরে রাখে নিবিড় অন্ধকার।
Batanagar, kol- 700140