Ads Area

প্রেমোন্মাদ - শান্তনু গুড়িয়া

 প্রেমোন্মাদ

 শান্তনু গুড়িয়া

 শান্তনু গুড়িয়া
 প্রেম মানে উষ্ণতা নাকি হিরণ্ময় আলো
 প্রেমে পড়লে পৃথিবীটা লাগে বড়ই ভালো
 বুকের ভেতর ময়ূর নাচে, উথলে ওঠে আনন্দ
 কলমের ঠোঁট চায় চকাচক চুমুর ছন্দ
 শরীরের গোপন উদ্গীরণ তীব্র লাভাস্রোত
 জ্যোৎস্না-জরিন বিছানায় জড়াতে চায় ওতপ্রোত
 জানলে জানুক, ছিচ্ছিকার করুক চেনা লোকে 
 প্রেমোন্মাদ বলে তাকাক না সরু চোখে
 তার চুলে তার বাহুমূলে রেখেছি রোমাঞ্চিত স্পর্শ
 শিহরিত মুহূর্তেরা ফেটে পড়ে, হৃদয়ে তুমুল হর্ষ
 লেপ্টে রয়েছে কত সুখ ওই রেশমি অন্তর্বাসে
 সুপ্ত ইচ্ছেরা জেগে ওঠে, টেনে তোলে ঘন শ্বাসে   
 প্রেম আর সন্ত্রাসে প্রবল পৌরুষের প্রকাশে
 লজ্জাহীনা রমণী তখন খিলখিলিয়ে হাসে
 যত ভয় করি জয় তার মৃদু ধাক্কায় দীনতা কেটে যায়
 পতঙ্গপরান মরণ ভুলে অপ্রতিরোধ্য আগুনে ঝাঁপায় |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area