ভবিতব্য
হারান চন্দ্র মিস্ত্রী
ভালোবেসে যাদের সব দিয়েছি
তারা নিজেদের মতো করে পুড়ছে।
পোড়াচ্ছে সাগরের জল।
এ জল উদ্ধার করেছিল সগর রাজার বংশ।
আগের থেকে তাপ উত্তাপ এখন
অনেক বেশি।।
ঝরিয়া বা গিরিডির কয়লাতে যা নেই।
প্রেম প্রীতি ভালোবাসা
সময়ের সঙ্গে পরিবর্তনশীল।
কাকের ডাক হয়ে যায় কোকিলের বসন্ত গান।
কার সঙ্গে কখন যে কার আত্মীয়তা হয়!
আনমনা মন হিসাব কষে
ফলাফল শূন্য- এক অফুরন্ত আকাশ।
___________
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,