Ads Area

শুভদীপ দত্ত প্রামানিক’র তিনটি কবিতা

 আহ্বান 


 শুভদীপ দত্ত প্রামানিক 


ঠিক সুর শেখাল মোহরাত্রির নৃত্য
আরূঢ় কন্ঠে জেগে ওঠে দিব্যদৃষ্টির মায়া
                   চোখ খোল বিপ্রকন্যা ও পুরুষ । 

আমি জেনেছি : " ক্ষমা ব্রহ্ম ক্ষমা তপঃ"......
শুনছি আহ্বান , প্রণয় আঘাতে বাঁধি মৎসজল
এই নাসিকা দেবতা-অসুরের ঘরে থাকে 
                                      ত্বকে কেবলই মৃদঙ্গ । 

আমি জেনেছি উত্তর দিক থেকে আসবেন মিথ্যুক হরিণা । 



গম রমণ

 শুভদীপ দত্ত প্রামানিক 

প্রেমিকার ফুটন্ত অক্ষরে গম রমণ
ঐসবকিছু বাতাসের কিনারা 
আসুন গুরু , তুমিও এস চন্ডাল
                          একাদশী রাত
ধূর্ত রশ্মি বাঁচে সে-ই সুখে । 

                        সুখ বৈরাগী না , আর্যবিধিও না
প্রেমিকা ও আমি বাধ্য হয়েছি সুন্দর কান্ড পড়তে । 

এই নিন দেবী ছদ্মবেশী যজ্ঞ । 




পাশাখেলা এবং লিঙ্গ

 শুভদীপ দত্ত প্রামানিক 

ছুঁয়েছি তোমার তন্ন-তন্ন অন্ধকার 
হাতের ওপর মরচে ধরা চার চাকার লিঙ্গ
                  খোঁপায় কঙ্কালের নিতম্ব কেন ? 

আমার আঙুল ছুঁয়েছে বালিকার উপবাসী ঠোঁট 
নিঃশোক ছুঁয়ে থাকা মৃত্যু রঙে যোগাবিষ্ট
উপবাসী ঠোঁট ধুতে গিয়ে দেখি পাশাখেলার পুরুষগণ

                                          ভেঙে ফেলি রাতের ছায়া । 

তুমি এক বুক বাতাস ভরো
আগুন জ্বলে উঠবে পৌঢ় দেবতাদের পাপ কর্মে ? 


শুভদীপ দত্ত প্রামানিক 



জেলা : বীরভূম 
থানা : নানুর



Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area