Ads Area

চিহ্ন স্মৃতি - তীর্থঙ্কর সুমিত

 চিহ্ন স্মৃতি

তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত



সেই রাস্তাটা
যে রাস্তাটা আমি চেয়েছিলাম
সবুজ ঘাস বনের মধ্যে
বেঁকে যাওয়া পিচ রাস্তা
হেঁটে চলেছে কত মানুষ
সকলের ই ঠিকানা আছে
ব্যতিক্রমী আমি
আমিও হেঁটে চলি
সাদা কাশ...
ট্রেন থেকে দেখা যায়
শরৎ সবে গেছে
অস্থিরতায় যাবো যাবো রব কাশেদের


আমি খুঁজে পাই চিহ্ন স্মৃতির মুহূর্তগুলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area